উপজেলা নিজের হাতেই পরিস্কার করলেন এসিল্যান্ড

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

পরিমল চন্দ্র বসুনিয়া (হাতীবান্ধা উপজেলা) প্রতিনিধি: যোগদানের পর থেকে উপজেলা আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) শামীমা সুলতানা। শ্রমিক নিয়ে কয়েকদিন পর পর উপজেলা আঙিনা ঘুরে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তিনি। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সূত্র জানায়, কয়েকজন মহিলা শ্রমিককে সঙ্গে নিয়ে উপজেলার সব ভবনের চারপাশের ময়লা-অবর্জনা পরিষ্কার করেন এসিল্যান্ড শামীমা সুলতানা। হাতে ঝাড়ু নিয়ে ভবনের চারপাশ পরিষ্কার করেন তিনি। তাকে এ কাজে সহযোগিতা করেন উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ। হাতীবান্ধা উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, উপজেলার ভবনের চারপাশ সবসময় পরিষ্কার করেন এসিল্যান্ড শামীমা সুলতানা। তাকে এ কাজে সহযোগিতা করেন কর্মকর্তা-কর্মচারীরা। হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) শামীমা সুলতানা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের সবার উচিত চারপাশের পরিবেশটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। নিজের ওপর দায়বদ্ধতা থেকে আমি আমার উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, এসিল্যান্ডের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। পরিচ্ছন্ন উপজেলা তৈরি করতে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। নিজ নিজ অবস্থান থেকে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest