মন্ত্রী সভায় দেখা যেতে পারে দক্ষিণাঞ্চলের ত্রিরত্ন আমু-তোফায়েল-হাসানাতকে

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

মন্ত্রী সভায় দেখা যেতে পারে দক্ষিণাঞ্চলের ত্রিরত্ন আমু-তোফায়েল-হাসানাতকে
মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোআওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পরে মন্ত্রীসভার পুনর্বিনাস করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মুজিব বর্ষের শুরুতে পুনর্বিনাসকৃত এ মন্ত্রীসভায় আওয়ামী লীগের কাউন্সিলে যাদের মূল্যায়ন করা হয়নি তাদের মধ্যে দুঃসময়ের ত্যাগী, পরীক্ষিত ও অভিজ্ঞ কয়েকজনকে দেখা যেতে পারে। যাদের মধ্যে শীর্ষ আলোচনায় রয়েছেন আওয়ামী রাজনীতির কিংমেকারখ্যাত তিন দিকপাল ও দক্ষিণাঞ্চলের ত্রিরত্ন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি ও আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সদ্য অনুষ্ঠিত দলের কাউন্সিলে বর্ষিয়ান এ তিন নেতাকে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। সভাপতিমন্ডলীর সাবেক প্রভাবশালী সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পুনর্নিবাচিত করা হয়। বঙ্গবন্ধুর স্নেহধন্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন এ দু’নেতাকে পুনরায় শিল্প ও বানিজ্য মন্ত্রী করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এ দু’মন্ত্রনালয় ছাড়া শীর্ষ অন্য কোন মন্ত্রনালয়েরও দায়িত্ব দেওয়া হতে পারে অভিজ্ঞ এ দু’নেতাকে। এছাড়া বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের আরেক সংগঠক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকেও গুরুত্বপূর্ণ কোন মন্ত্রনালয়ের মন্ত্রী করা হতে পারে। এদের বাহিরে বরিশালের কৃতি সন্তান সাবেক কৃষিমন্ত্রী অগ্নিকন্যাখ্যাত মতিয়া চৌধুরী এমপি, সাবেক যোগাযোগ, পানি সম্পদ, বন ও পরিবেশ মন্ত্রী জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু এমপিকেও দেখা যেতে পারে সম্প্রসারিত ওই মন্ত্রী সভায়। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি পেতে পারেন পূর্ন মন্ত্রীর দায়িত্ব। দলের কাউন্সিলে আশানুরূপ পদ না পাওয়ায় বরিশালের নেতা-কর্মীদের মাঝে সৃষ্ট হতাশা কেটে যেতে পারে মন্ত্রী সভায় একঝাঁক বর্ষিয়ান নেতার দায়িত্ব পাওয়ার মধ্য থেকে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest