রাজগঞ্জে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কনকনে শীত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

রাজগঞ্জে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কনকনে শীত
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ শীতের চলতি মৌসুমে সূর্যগ্রহণের মধ্যে রাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে বৃষ্টিও একটু একটু বাড়ে-কমে। কোন কোন এলাকায় সকাল ৯টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এদিন সকাল থেকে আকাশ ছিলো মেঘাচ্ছন্ন, দেখা মেলেনি সূর্য মামার। দুপুরেই নেমেছে সন্ধ্যা। স্বাভাবিকভাবেই শীতে জবুথবু জনজীবন। বৃষ্টির সঙ্গী হয়ে হালকা শীতল বাতাস শীতকে জানান দিচ্ছে শৈত্যপ্রবাহে। এতে রাজগঞ্জের সকল বয়সীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে, কনকনে শীতে যখন সবাই কাবু সেই অবস্থায় আবহাওয়া অফিস বলেছে, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা আরো কমতে পারে। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার অথবা শুক্রবার দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের সত্যতায় বৃহস্পতিবার দুপুর থেকেই রাজগঞ্জে শুরু হয় অবিরত হালকা বৃষ্টিপাত। আর এই বৃষ্টির প্রভাবে কনকনে শীতল শীতে রাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানুষের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। এতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। দুপুরে এমন দৃশ্যই চোখে পড়ে। তবে শেষ বিকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। সরেজমিনে দেখা গেছে, রাজগঞ্জ বাজারে মানুষের উপস্থিতি হ্রাস পেয়েছে। দোকানপাটে লোকজন কম। অনেক দোকানদার তাদের দোকান বন্ধ করে দিয়েছেন। বৃষ্টির সঙ্গী শীতল বাতাসের শীতে রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মানুষজনকে জড়সড় হয়ে থাকতে। জরুরী প্রয়োজনে ছাতা মাথায় দিয়ে চলেছেন কেউ কেউ। মাথা থেকে পা পর্যন্ত শীতের পোশাকে আবৃত থাকলেও শীতে নাজেহাল অনেকে। অন্যদের পাশাপাশি কায়িক শ্রমজীবীদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটেছে। উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মারুফুল হক জানান- এ সময়ের বৃষ্টি ইরি বীজতলার জন্য ভালো হলেও আলু, রবি শস্যের, বিশেষ করে যে সব ফসলের ফুল আসছে সে সব ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest