নওগাঁয় ওমেরা এলপিজি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২০

নওগাঁয় ওমেরা এলপিজি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় ওমেরা এলপিজি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ওমেরা এলপিজির সার্বিক সহযোগীতায় দেওয়ান ফিলিং ষ্টেশন এর আয়োজনে রবিবার বিকেলে শহরের এটি এম মাঠে ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন এলিট ক্রিকেট কাব বনাম বাম্বু ক্রিকেট কাব। খেলায় বাম্বু ক্রিকেট কাবকে ৭ উইকেটে হারিয়ে এলিট ক্রিকেট কাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজয়তীদের হাতে প্রধান অতিথি হিসাবে ট্রফি ও চ্যাম্পিয়ার দলের হাতে ১৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন ওমরো পেট্রোলিয়ামের পরিবেশক এবং দেওয়ান ও অতিথি ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী দেওয়ান মোঃযোবায়ের আহমেদ। এসময় জেলা ক্রিকেট উন্নয়ন একাডেমির সভাপতি ডাঃ মোঃময়নুল হক দুলদুল সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন, ওমেরা পেট্রেলিয়ামের টেরিটার সেলস অফিসার মোঃনুরুল আমিন মুন্না, ওমেরা এলজিপির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃআরিফুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃরাসেলসহ ক্রিকেট প্রেমিরা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন এলিট ক্রিকেট কাবের নুরু ও টুর্নামেন্ট সেরা হন এলিট ক্রিকেট কাবের মেহদেী। এসময় আয়োজকরা জানান, মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। এছাড়াও খেলাধুলার মাধ্যমে তরুন সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। যাতে তারা খেলাধুলা করে এই নওগাঁকে সারা বাংলাদেশে তুলে ধরতে পারে। এসময় মাঠের চারপাশে ক্রিকেট প্রেমীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ খেলা দেখতে ভিড় জমান।#

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest