ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় কর্মহীন মানুষের মধ্যে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া প্রয়োজনীয় সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র মানুষ। এসব হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপদকালীন খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বৃহস্পতিবার উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল,তিন কেজি আলু ও এক লিটার তেল বিতরন করেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST