লেবু চাষে স্বাবলম্বী উজিরপুরের রাজিব হাওলাদার।

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

লেবু চাষে স্বাবলম্বী উজিরপুরের রাজিব হাওলাদার।
লিটন বায়েজিদ বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর থানার বামরাইল ইউনিয়ন এর পঃ ভরসাকাঠি গ্রামের রাজিব হাওলাদার লেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছে এলাকাবাসিকে। প্রায় ২০ শতক জমিতে ৪ বছর আগে শুরু করে লেবুচাষ, তার লেবুবাগানের লেবু বছরে দুইবার বিক্রি করে প্রায় ৮০ হাজার টাকা আয় করেন। এর পাশাপাশি তার সবজির বাগানও রয়েছে। রাজিব হাওলাদার গ্রাজুয়েশন শেষ করে কিছুদিন চাকরি করলেও এখন তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। এছাড়াও তার জয়শ্রী বাজারে একটি ইলেক্ট্রিক দোকান রয়েছে। সবকিছুর পাশাপাশি লেবু চাষ করে তিনি এখন স্বাবলম্বী। এ প্রসঙ্গে রাজিব হাওলাদার বলেন আমি লেবু চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, বর্তমানে একটি মাল্টা বাগান সহ আরো কিছু ফলের বাগান নিয়ে চিন্তাভাবনা করছি। যদি ব্যাংক থেকে সহজ শর্তে লোনের ব্যবস্থা করতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারবো। আমি চাই আমার মত করে দেশের সকল বেকার যুবক নিজে উদ্যোক্তা হয়ে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করুক।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest