দিনাজপুরের বিরামপুরে এ্যালকহোল পানে স্বামী স্ত্রী সহ ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

দিনাজপুরের বিরামপুরে এ্যালকহোল পানে স্বামী স্ত্রী সহ ৬ জনের মৃত্যু
মোঃ হাসিম উদ্দিন বিষেশ প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে এ্যালকহোল জাতীয় স্প্রীড পানে স্বামী স্ত্রী সহ ৬ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিরামপুর থানা সুত্রে জানা গেছে- বুধবার (২৭মে) ভোরে পৌর এলাকার মামুদপুর গ্রামের কয়েকজন যুবক স্প্রীড পান করে অসুস্থ্য হলে তাদের দিনাজপুর ও রংপুর মেডিকেলের উদ্দেশ্যে নেওয়ার পথে তোজাম হোসেনের পুত্র আজিজুল ইসলাম (৩০), আনোয়ার হোসেনের পুত্র আব্দুল মতিন (২৭) এবং সুলতানের পুত্র মহসিন আলী (২৮) পথিমধ্যে মারা যায়। অপর দুই জন স্বামী স্ত্রী মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ মঞ্জুয়ারা বেগম স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও পরে একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুর ছাত্তার (৩৭) মারা গেছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর সার্কেল সিনিয়র সহকারী পলিশ সুপার মিথুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় স্থানীয় স্প্রীড বিক্রেতা হোমিও চিকিৎসক আব্দুল মান্নানকে পুলিশ আটক করেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরন করেছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest