নোয়াখালীর সড়ক ও বিদ্যুত বিভাগের অবহেলায় গুরুতর আহত বেগমগঞ্জের এক পথচারী

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

নোয়াখালীর সড়ক ও বিদ্যুত বিভাগের অবহেলায় গুরুতর আহত বেগমগঞ্জের  এক পথচারী

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় নব-নির্মিত ওভার ব্রিজের উপর দিয়ে যাওয়া ১১হাজার বোল্ড বিদ্যুৎ এর তারে জরিয়ে গায়ে আগুন ধরে গতকাল মঙ্গলবার (০৭জুলাই২০২০) পুড়ে ছাই হয়ে যায় এক পথচারী।

এ সময় ধোঁয়া,আগুন আর পথচারীর আর্তচিৎকারে আতংকিত হয়ে পড়ে সবাই, কিন্তু ফায়ার সার্ভিস কিংবা বিদ্যুৎ বিভাগের কেউ এগিয়ে আসেননি, পরে স্থানীয় লোকজন ও এসএটিভির সাংবাদিক এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় অরক্ষিত ওভার ব্রিজের ব্যাপারে জানতে চাইলে সড়ক ও বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয় “লোকটি পাগল ছিলো তাই এ দূর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রশ্ন করলে আপনারা দুর্ঘটনার স্থানে যাননি কেনো, এর কোনো উত্তর না দিয়ে জানান বিষয়টি আমরা জানি না তাই যায় নি”

এদিকে স্থানীয় জনগণের সাথে কথা বললে জানানো হয় “নবনির্মিত ওভার ব্রিজের কাজ শেষ কিন্তু এখনো বিদ্যুৎ বিভাগের কেউ এসে লাইন গুলো সরিয়ে নেয় নি, যার ফলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে
আর যথাযথ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনুন যাদের গাফিলতির কারনে এমন মর্মান্তিক দূর্ঘটনা সংগঠিত হয়েছে আর অসহায় ভারসাম্যহীন মানুষটির যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন”


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest