রাজশাহী বিভাগে নতুন করে আরো ২৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

রাজশাহী বিভাগে নতুন করে আরো  ২৩৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ২৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ৮ হাজার ২৫ জন করোনা পজিটিভ হয়েছে। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৭ জনের। এরমধ্যে
বগুড়া জেলায় ৬৬ জন, রাজশাহী জেলায় ১৪ জন, সিরাজগঞ্জ জেলায় ৯ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ৭ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন। দুই জেলায় কারো মৃত্যু হয়নি।
করোনা শনাক্ত রোগীদের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৩ হাজার ৬০৮ জন, রাজশাহী জেলায় ১৪৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৫৭ জন, নওগাঁ ৬২৬ জন, নাটোর ২৬৪ জন, জয়পুরহাট ৫১৬ জন, সিরাজগঞ্জ ৭৮৬ জন ও পাবনা জেলায় ৫৯৯ জন।
এরমধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৬১ জন। রাজশাহী জেলায় ৩২১ চাঁপাইনবাবগঞ্জ ৯৩ জন, নওগাঁ ৪৫৫ জন, নাটোর ৯৭ জন, জয়পুরহাট ১৬৪ জন, বগুড়া জেলায় ১ হাজার ৬১৭ জন, সিরাজগঞ্জ ১১৪ জন ও পাবনা জেলায় ২১৭ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রায় শনাক্ত হওয়া অর্ধেক রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। বিশেষ করে জেলার উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নিজ এলাকার রোগীদের খোঁজ নেয়া ও ওষুধ দেয়া হয়। আবার কেউ প্রয়োজন হলেও সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে কথা বলতে পারে।
গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় বেশি রোগী শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫৭ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৯৫৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮৪৬ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৮ হাজার ২০৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest