মাস্ক না পড়লেই জরিমানা; খানসামায় চলছে চিরুনি অভিযান

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মাস্ক না পড়লেই জরিমানা; খানসামায় চলছে চিরুনি অভিযান

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সামাজিক দুরত্ব মেনে দোকান করা, মাস্ক মুখে পরিধান করা সহ বিভিন্ন সচেতনমুলক বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিতায় গতকাল বিকালে খানসামা উপজেলার বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চালিয়ে সচেতনতা বৃদ্ধি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

মাস্ক না পড়লে জরিমানা করছেন ৫ শত থেকে ১ হাজার টাকা পর্যন্ত । আবার সচেতনতা মুলক দিক নির্দেশনা দিয়ে হাট বাজারের সাধারণ মানুষকে সচেতনও করছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। এ সম্পর্কে খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান
সামাজিক দৃরত্ব ও মুখে মাস্ক পরিধানের উপর আমরা সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করছি। যে স্থানগুলোর মানুষ একেবারেই সচেতন হচ্ছে না, মুখে মাস্ক নাই তাদেরকে ভ্রাম্যমান কোর্টে জরিমানা করছি। এ অভিযান চলমান থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest