থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশু মোঃ আব্দুল্লাহকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল।

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশু মোঃ আব্দুল্লাহকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল।

শফিউর রহমান কামালঃ আজ ১২ জুন বুধবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয় কাঠী ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর খলিল খা এর শিশু ছেলে মোঃ আব্দুল্লাহ। সে দীর্ঘদিন যাবৎ থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগছেন। আজ আব্দুল্লাহ চিকিৎসার জন্য জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে আব্দুল্লাহ চিকিৎসার জন্য তার মায়ের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়, উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ। থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগতে থাকা শিশুর জন্য কিছুদিন পূর্বে সহযোগিতা চেয়ে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দেয়। ফেইসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ঔষধ দিয়ে সহযোগিতা করা হয় আজ তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশাল।


মুজিব বর্ষ

Pin It on Pinterest