বরিশালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত l

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

বরিশালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত l

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

আজ ২রা নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এর আয়োজনে আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২১ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিথি জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি ও আরিফ মেমোরিয়াল হসপিটাল এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজনের শুরুতে জেলা প্রশাসক বরিশাল বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করের পরে রক্তদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest