কর্মহীন ৭ শ’ ৬৩ পরিবারের মাঝে নীলফামারী-৪ আসনের সাংসদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

কর্মহীন ৭ শ’ ৬৩ পরিবারের মাঝে নীলফামারী-৪ আসনের সাংসদের খাদ্য সামগ্রী বিতরণ
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো ॥ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়েছে অনেকে। এসব অসহায়-দুস্থ্য-কর্মহীনদের মাঝে নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৪ টি ইউনিয়নের ৭শ’ ৬৩ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার চাঁদখানা ইউনিয়নের অসহায়-দুস্থ্য-কর্মহীন ১০০ পরিবার ও কিশোরগঞ্জ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার উপজেলা জাতীয় শ্রমিক পার্টির ১০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার মোঃ রশিদুল ইসলাম রশিদ। এসময় সংশ্লিষ্ট ইউপির সভাপতিগণ উপস্থিত ছিলেন। এর আগে মাগুড়া ইউনিয়নের ৩০০ পরিবার, গাড়াগ্রাম ইউনিয়নের ১০০ পরিবার ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ৬৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ জানান- ইতোমধ্যে সাংসদের পক্ষে ৭ শ’ ৬৩ অসহায়-দুস্থ-কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাকী ইউনিয়ন গুলোতে দেয়া হবে,এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest