সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ১১, ২০২০

সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ
আলোকিত সময় ডেস্ক :
বর্তমান সময়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীর নাম হলো করোনা ভাইরাস। সারা বিশ্বের মানুষ এখন ঘরে বসে আছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটি থাকবে সারা দেশে ১৬ মে পর্যন্ত। আর এমন সময় যারা মাঠে কাজ করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাংবাদিক। যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে সংবাদ সংগ্রহ করছে। এবার তাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও ড্রিম এইড ফাউন্ডেশন। আজ সোমবার ঢাকার কেন্দ্রীয় কর্যলায় বসে বাংলাদেশ মানবাধিকার সমিতির কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক মজনু এবং ড্রিম এইড ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাসেলের নেতৃত্ব গণমাধ্যম কর্মীতের মাঝে পিপিই বিতরণ করা হয়। এসময় গোলাম ফারুক মজনু বলেন, এখন সবাই ঘরে বসে আছে যারা সাংবাদিক তারা কত কাজ করে যাচ্ছে। তাই আমাদের এই সামান্য উদ্যোগ। পাশাপাশি দেশের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest