উজিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি লকডাইন করে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ১, ২০২০

উজিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি লকডাইন করে দিয়েছে প্রশাসন
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সীমা রানী শীল এর ভাই (মুলাদী নিবাসী) স্বপন শীল (৫৫) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল শনিবার (৩০ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারনে মুলাদী থেকে মৃত স্বপন শীলের পরিবার গতকাল মধ্য রাতে উজিরপুর উপজেলা ও পৌর সদরের সীমা রানী শীলের বাড়িতে আসে বলে সংবাদ পাওয়া যায়। এ কারনে উজিরপুর বাজার ও আসপাসের সকলকে নিরাপদে রাখতে ৩১ মে রবিবার সন্ধায় সীমা রানী শীলের বাড়ি লকডাউন করা হয়েছে । বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর পৌরসভার মেয়র জনাব গিয়াস উদ্দীন বেপারী ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান। আজকে ১ জুন সোমবার সকাল ১০ টার সময় তাদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর কথা রয়েছে বলে জানান উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ শওকত আলী। উজিরপুর উপজেলা ও পৌরবাসির মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে যে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে একজন জন প্রতিনিধি, জনগনের রক্ষোক হয়ে তিনি (সীমা রানী শিল) কি করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করা ভাইয়ের পরিবারের লোক জন এনে নিজ বাড়িতে এই মুহুর্তের সময় আশ্রায় দিলেন তিনি। এ নিয়ে উজিরপুর বন্দরে জনমনে চরম আলোচনা ও করোনা ভাইরাসের ভয়ে আতঙ্ক বিরাজ করছে। উজিরপুর উপজেলায় এখন পর্যন্ত করোনা সনাক্ত ১১ জন, সুস্থ হয়েছেন ৪ জন।

মুজিব বর্ষ

Pin It on Pinterest