শেরপুরে স্বামী স্ত্রী সহ আরো ৭ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ১, ২০২০

শেরপুরে স্বামী স্ত্রী সহ আরো ৭ জন করোনা রোগী শনাক্ত
জাহাঙ্গীর ইসলাম,বগুড়া প্রতিনিধি:-  
বগুড়ার শেরপুরে ৩১ মে ২৬ টি নমুনা পরীক্ষায় স্বামী স্ত্রী সহ আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন, ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোতালেব হোসেন (৩৫), বড়াইদহ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোহাম্মাদ আলী (৩২), মোহাম্মাদ আলীর স্ত্রী আল্পনা খাতুন (২৮), শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার ফজলার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮), পল্লীবাস এলাকার মৃত গনির ছেলে হেলাল উদ্দিন সুলতান(৫৫), মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সামসুদ্দিন (৩৯) ও সামসুদ্দিনের স্ত্রী রুমা খাতুন (৩৬)। এ নিয়ে শেরপুর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ২২। এ বিষয়ে শেরপুর উপজেলা ভিত্তিক করোনা ভাইরাস ফোকাল পার্সন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আবু হাসান জানান, আক্রান্তরা গত ২৬ ও ২৮ মে তাদের নমুনা দিয়েছে। ওইদিন শেরপুরে ২৬ টি নমুনার মধ্যে উক্ত ৭ জন ব্যাক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

মুজিব বর্ষ

Pin It on Pinterest