বরিশাল সিটিতে সরকারি জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ।

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

বরিশাল সিটিতে সরকারি জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ।

ক্রাইম রিপোর্টারঃ বরিশাল সিটি কর্পোরেশনের ২ ০ নং ওয়ার্ডে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভূমিদস্যু জাহিদ হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারের বিরুদ্ধে। সূত্রে জানা যায় বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে নতুন বাজার সংলগ্ন কলেজ রোড প্রথম গলিতে অবস্থিত আনুমানিক ৪/৫ শতাংশ সরকারি জমি যাহা গত ১০/০৭/১৭ ইং তারিখে ভুমি অফিস থেকে ডিসিআর কাটে জাহিদ হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তার। উক্ত জমির জে এল নং ৫০, মৌজাঃ আলেকান্দা, খতিয়ানঃ ১৬৯৩, দাগ নং ২১২৩। সরেজমিনে গিয়ে জানা যায় উক্ত জমিটি এক বছরের জন্য লিজ নিলেও সময় পার হওয়ার পরেও জমি হস্তান্তর না করে উল্টো অবৈধভাবে ভবন নির্মাণ করতেছে ভূমিদস্যু জাহিদ হোসেন । ভবন নির্মাণে কর্মরত লেবারদের জিজ্ঞাসা করলে তারা বলেন ভবনটি জাহিদ দাদার এবং তার নির্দেশ মতো আমরা এখানে কাজ করছি। তবে এলাকাবাসীর অভিযোগ এভাবে জমি লিজ নিয়ে ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি । তথ্য সূত্রে আরও জানা যায়, উক্ত জমির ইজারাদার সেলিনা আক্তার ও তার স্বামী জাহিদ হোসেন বিগত দিনেও এরকম ভূমিদস্যুতার সাথে জড়িত ছিল। বেশ কিছুদিন আগে নতুন বাজার শংকর মাঠ সংলগ্ন রাস্তার সাথে কালী মন্দির অবস্থিত ছিল সেই জায়গা তিনি রাতের আধারে দখল নেয় এবং তা বিক্রি করে ভালো বাণিজ্য করে বলে এলাকাবাসী অভিযোগ করেন। সেলিনা আক্তার বদমেজাজী হাওয়ায় তার স্বামী তাকে ব্যবহার করে এসমস্ত বেআইনি কর্মকাণ্ড করেন। তাদের নিজ এলাকায় তাদের রুক্ষ ব্যবহার ও বদমেজাজের বদনাম রয়েছে বলে জানা যায়। সরকারি জমিতে ভবন নির্মাণের বিষয়টি জানতে অভিযুক্ত জাহিদ হোসেনকে ০১৭১১৩৪..৫২ নম্বরে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest