বিরামপুরে প্রথম নমুনা সংগ্রহকারী সম্মুখ যোদ্ধা রাজু করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

বিরামপুরে প্রথম নমুনা সংগ্রহকারী সম্মুখ যোদ্ধা রাজু করোনায় আক্রান্ত
মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফ্রন্টলাইনের সম্মুখ যোদ্ধা ও উপজেলায় প্রথম (কোভিড-১৯) করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট (এমটি-ল্যাব) আল এমরান রাজু এবার (কোভিড–১৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সন্ধ্যায় মুঠো ফোনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত্র থেকে আমার হঠাৎ জ্বর, কাশি ও গলা ব্যাথাসহ করোনার সবগুলো উপসর্গ দেখা দিলে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় বুধবার রাত্রে আমার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আমি সুস্থ আছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে সকল স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে রয়েছি। উপজেলায় প্রথম প্রথম করোনা সন্দেহভাজন রোগীর বাসায় শরীর থেকে নমুনা সংগ্রহে তিনি নিযুক্ত থাকায় তার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকার ব্যবস্থা করা হয়। ফলে তিনি পরিবারের স্বজনদের ছেড়ে কর্মজীবনে দায়িত্ববানের পরিচয় দেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নমুনা সংগ্রহ বুথ স্থাপন হলে উপজেলার বিভিন্ন এলাকায় রোগীর বাড়িতে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে বিভিন্ন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করতেন। এসব নমুনা সংগ্রহে আন্তরিক হয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি উপজেলায় আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউনের সময় তিনি সার্বক্ষনীক প্রশাসনের সঙ্গে থাকতেন। আর এ দুঃসাহসিক কাজের জন্য তিনি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফের নিকট থেকে অনেক প্রশংসাও কুড়িয়েছেন। আল এমরান রাজু মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে। ভবিষ্যতেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে পারার আকুতি জানিয়ে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest