ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ |

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
আলোকিত সময় | অনলাইন ডেস্ক | পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে ঈদের নামাজ আদায় করেন তিনি। এসময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নামাজে অংশগ্রহণ করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুল কাবির জামাত পরিচালনা করেন। নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মহামারি করোনাভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্ববাসী যাতে মুক্তি লাভ করে এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মোনাজাত করা হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest