মেহেন্দিগঞ্জে পাতারহাট-উলানিয়া প্রধান সড়কের ব্রীজ ভেঙ্গে পড়ায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

মেহেন্দিগঞ্জে পাতারহাট-উলানিয়া প্রধান সড়কের  ব্রীজ ভেঙ্গে পড়ায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট-উলানিয়া প্রধান সড়কের খেজুরতলী খালের ব্রিজ ভেঙ্গে পড়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এই সড়ক দিয়ে চলাচলকারী ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। সবচেয়ে বেশী সমস্যার সম্মুখিন হতে হচ্ছে অসুস্থ্য রোগী ও পন্যবাহী পরিবহন। দেখার যেন কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায় চানপুর, উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মানুষের উপজেলার সদরের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে দীর্ঘ ১০ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক অটো, মাহিন্দ্রো, মটর সাইকেল, টেম্পু, নছিমন, করিমন সহ শত শত যানবাহন চলাচল করে। সড়কটির পথিমধ্যে পাতারহাট বন্দর থেকে ২ কিলোমিটার দূরে পৌরসভার খেজুরতলী বাজার সংলগ্ন খালের উপর নির্মিত পৌরসভা এবং চানপুর ইউনিয়নের সংযোগস্থলে থাকা ব্রিজটি গত প্রায় ৩/৪ মাস পূর্বে মাটির নিচের দিকে দেবে গিয়ে ভেঙ্গে পড়ায় বর্তমানে সম্পূর্নরুপে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রিজটি সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় সাধারন মানুষ সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হতে গিয়ে প্রতিনিয়ত ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছে। তবে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী জানান ব্রিজটি দীর্ঘ তিনমাস পূর্বে ভেঙ্গে পড়লেও এখন পর্যন্ত ব্রিজটি মেরামত কিংবা নির্মানের কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বরং দীর্ঘ কয়েক বছর পর্যন্ত ব্রিজটি ভাঙ্গা অবস্থায় পরে থাকাকালীন সময়ে উপজেলা প্রশাসন ব্রিজটির পাশে দায়সারাভাবে ঝুঁকিপূর্ন লেখা একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। এর পর আর ব্রিজটি মেরামত কিংবা নির্মান করার কোন উদ্যোগ না নেওয়ায় অবশেষে ব্রিজটি খালের ভিতের দেবেগেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি মেরামত অথবা নির্মানের জন্য সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার দাবী জানানো হয়। কিন্তু তারা বারবার প্রতিশ্র“তি দিলেও অদ্য পর্যন্ত ব্রিজ মেরামত কিংবা নির্মান করার কোন কার্যকরি প্রদক্ষেপ নেওয়াতো দূরের কথা জনসাধারণের চলাচলের সুবিধার্থে বিকল্প কোন ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করা হয়নি। ফলে তারা হতাশা ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের আমলে মেহেন্দিগঞ্জের সর্বত্র দৃশ্যমান উন্নয়ন হলেও মেহেন্দিগঞ্জের প্রধান সড়ক হিসাবে পরিচিত পাতারহাট-উলানিয়া সড়কটি পরে আছে বেহাল দশায়। উপজেলা সদরের সাথে ৩টি ইউনিয়নের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত কিংবা নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবী জানান ভুক্তভোগী সাধারণ মানুষ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest