ব্যুরো প্রধান, রাজশাহী:- বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে এবং ভাংচুর করা হয়েছে সময় টিভির ক্যামেরা। আহতদের মধ্যে বিষু পাড়া মহল্লার ইষান (২২)’র অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্্র ভর্তি করা হয়েছে এবং আহত মিলন (২৫) অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২ টার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু তার কয়েকজন সহযোগি নিয়ে তাহেরপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্তরে অবস্থান করেন। এ সময় তাহেরপুর পৌর মেয়র বর্তমান সাধারন সম্পাদক আবুল কালাম মেয়র ও তার ২০/২৫ জন সহযোগিকে নিয়ে আর্ট বাবুর সহযোগিদের উপর হামলা চালায়। পরে লাটিপেটা করে সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়। এতে আর্ট বাবুর আট থেকে দশ জন কর্মী আহত হয়। ত্রি-বািির্ষক সম্মেলনের প্রধান উদ্বোধক বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামীরেিগর সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে পুলিশের সামনে মেয়র কালামের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ছবি তুলতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকে তার সাথে থাকা ক্যামেরা ভাংচুর ও তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় আর্ট বাবু ঘটনা স্থলে ত্যাগ করেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা। এ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা একটার দিকে তাহেরপুর পৌর অডিটোরিয়াম সম্মেলন স্থলে এসে অনুষ্ঠানিক ভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর রহমানকে সভাপতি, প্রভাষক কাউসার রহমানকে সহসভাপতি, সাবেক সাধারন সম্পাদক পৌর মেয়রর আবুল কালাম আজাদকে সম্পাদক, প্রভাষক মাহাবুবুর রহমানকে বিপ্লবকে যুগ্ম সম্পাদক ও মাহাবুবুল হক শাহীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তাহেরপুর পৌর আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পবা মোহনপুরের এমপি আয়েন উদ্দিন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা লায়েব উদ্দিন লাবলু, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম গোলাম সরোয়ার আবুল, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।