রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বেলা এগারোটার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাজশাহী ১ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন ফেরদৌস মাহমুদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় রাজশাহী বিভাগের সার্বিক অপরাধ চিত্র তুলে ধরে তা নিরসনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়। উদ্ভুত যে কোন নেতিবাচক পরিস্থিতি সুদৃঢ়ভাবে মোকাবেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest