বনপাড়া এস.আর পাটোয়ারী ইনস্টিটিউট উপজেলার শীর্ষে

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

বনপাড়া এস.আর পাটোয়ারী ইনস্টিটিউট উপজেলার শীর্ষে
বুলবুল আহাম্মেদ,বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউট থেকে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে টানা দ্বিতীয়বারের উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এদের মধ্যে অপর্ণা হোসেন আদৃতা, রিদওয়ান সরকার প্রাণ, আবির হোসেন জয়, নাঈম পারভেজ, প্রতিক কুমার পাল, মারিয়া আফসা, গোলাম ফারিহা বুশরা, তৃষ্ণা কবিরাজ, পুস্পিতা সাহা, আফরোজা নাজনীন, তাহসিন ইশরাক সিয়াম, ও মাহদী নেওয়াজ সিয়াম ট্যালেন্টপুলে এবং হাফসা শরীফ, সানজিদা ইয়াসমিন প্রজ্ঞা, সাদিয়া আফরোজ মিথিলা, বদরুল আলম আরাফাত ও সাবিত ইয়াসার স্বচ্ছ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অপর দিকে বনপাড়া বাড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১২ জন, বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুল আহাম্মেদপুর থেকে ১১ জন বৃত্তি পেয়ে উপজেলার সম্মিলিত মেধা তালিকায় ২য় ও ৩য় স্থান অর্জন করেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest