মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- বাগেরহাটের ফকিরহাট জাড়িয়া মাইট কুমড়া গ্রামের সিদ্দিক শেখের পুত্র মোঃবাবর অালীকে গতকাল রাতে তার নিজ বাসা থেকে অাটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।উল্লেখ্য বাবর অালী গত ২২-১-২০১৯ তারিখে ফকিরহাট জাড়িয়া মাইট কুমড়া গ্রামের এক বিধবাকে বটিয়াঘাটায় তার এক অাত্বিয়ের বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে তা অাবার ভিডিও ধারন করে এলাকার কয়েকজনকে সেই ভিডিও মেমরি কার্ডে প্রদান করে।এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদি হয়ে গতকাল ২৬-২-২০২০ তারিখে বটিয়াঘাটা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।পরবর্তীতে বটিয়াঘাটা থানা পুলিশ ফকিরহাট তার নিজ বাড়ি থেকে অাটক করে জেল হাজতে প্রেরন করেন।