বুলবুল আহাম্মেদ,বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী এলাকায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মদ্যপ স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে চোখ হারাতে বসেছেন হালিমা বেগম নামে এক গৃহবধূ। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় হালিমা বেগমের স্বামী উপজেলার জোয়াড়ী ময়মনসিংহপাড়া এলাকার সুরুজ মিয়াকে আটক করেছে পুলিশ। নির্যাতিতা হালিমা বেগম জানান, দশ বছর আগে বড়াইগ্রামের জোয়াড়ী গ্রামের সুরুজ মিয়ার সাথে বিয়ে হয় তার। তাদের একটি কন্যাসন্তান আছে। কিছুদিন আগে সুরুজ পাশ্ববর্তী বাড়ীর এক বিবাহিতা মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রতিদিনই সে সেখানে সময় কাটিয়ে মদ্যপ অবস্থায় বাড়ী ফিরত। এ ঘটনায় তাদের মদ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল। শুক্রবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুরুজ তাকে মারপিট ও নির্যাতর করে। এ সময় তাদের মেয়ে কান্নাকাটি শুরু করলে মেয়ের গলা চিপে ধরে মেয়েকে ছুড়ে ফেলে দিয়ে বাইরে চলে যায় সুরুজ। পরে খবর পেয়ে পুলিশ হালিমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্ত সুরুজ মিয়াকে আটক করেছে।