ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: “ নওগাঁর রাণীনগরে দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য ইঞ্জিয়ার ইকরামুল বারী, এজিএম সাইদি সবুজ খাঁন, অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST