ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী : বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনা নিবাসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় র্যালিটি রাজশাহী সেনা নিবাসের মেইন ফটক থেকে বের হয়। র্যালীটি বর্ণালী মোড়, রাজশাহী সিটি করপোরেশন উপশহর হয়ে হয়ে আবার সেনা নিবাসে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ এসময় রাজশাহী সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা, বাহিনির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।