আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোর শহরের হরিশপুর এলাকায় একটি মাইক্রোবাস থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন সহ ২ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদ পেয়ে গত রাতে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তায় ব্যরিকেড দিয়ে রাজশাহী থেকে জামালপুর গামী মাইক্রোবাসে তল্লাসী চালানো হয়। এসময় মাইক্রোবাসের ড্যাসবোডের ভেতর থেকে উদ্ধার করা হয় হোরোইন গুলো।আটক করা হয় মাদক ব্যবসায়ী বেলাল উদ্দিন ও গাড়ি চালক আব্দুল মান্নানকে। নাটোরকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে চক্রটি দীর্ঘদনি ধরে ভারত থেকে হেরোইন পাচার করে আসছিল।