ব্যুরো প্রধান, রাজশাহী: করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরপরও কেউ এসব কার্যক্রমের আয়োজন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী হিসেবে ঘোষিত হওয়ায় এবং আমাদের দেশে এ রোগের বিস্তার ঘটায় অত্র মহানগরীর জনসাধারনের জনস্বাস্থ্য নিরাপদ রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ত)(থ), ২৮ (গ), ৩০ ও ৩৩ ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, পার্ক, চিড়িয়াখানা, সিনেমাহল, থিয়েটার, সভা-সমাবেশ, সেমিনার, বড় ধরনের সামাজিক অনুষ্ঠান, ওরশ, জলসা ইত্যাদিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।