ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধি:: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে মাসুদ রানা (৪০) নামের এক জন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বাড়ি হতে ভ্যান যোগে নয়াবাজার হাটে যাওয়ার সময় বিশ্বরোড়ে ভ্যান উল্টে গেলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। নিহত মাসুদ শিধুলী গ্রামের মৃত আফাজ মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুদ রানা ভ্যান যোগে নয়াবাজার হাটে যাচ্ছিল। পথে বিশ্বরোড় এলাকায় এলে ভ্যানটি গর্তে পড়ে উল্টে তার শরীরের উপরে পড়ে যায়। এতে সে গুরুতর জখম হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে তিনি দুই সন্তান রেখে গেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST