করোনা সন্দেহে আগৈলঝাড়ায় ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না পিতা-মাতা শশুর বাড়িতে চলছে কোয়েরেন্টাইন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনা সন্দেহে আগৈলঝাড়ায় ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না পিতা-মাতা শশুর বাড়িতে চলছে কোয়েরেন্টাইন
মোঃ জহিরুল ইসলাম সবুজ আগৈলঝাড়া প্রতিনিধি:-  বরিশালের আগৈলঝাড়ায় করোনা আতঙ্কে নিজের ছেলেকে ঘরে ঢুকতে দিলেন না পিতা-মাতা। বাড়ি থেকে বের করে দেওয়ার পর শশুর বাড়িতে আলাদা ঘরে চলছে হোম কোয়েরেন্টাইন। এলাকা সূত্রে জানাগেছে, করোনা ভাইরাস আতঙ্কে গত বৃহস্পতিবার উপজেলার পাকুরিতা গ্রামের বিমল বিশ্বাসের পুত্র বাসুদেব বিশ্বাস (২৮) ঢাকা থেকে বাড়ি আসলে বাড়ি ঢুকতে দেয়নি পিতা বিমল বিশ্বাস ও মাতা লক্ষিরানী। পিতা বিমল বিশ্বাস লাঠি নিয়ে ধাওয়া করে বাড়ি থেকে রেব করে দেয়। এরপর শশুর বাড়ি উপজেলার গৈলা গ্রামের অরুন মন্ডলের বাড়িতে গেলে তাকে আলাদা ঘরে রেখেছেন হোম কোয়েরেন্টাইনে। এব্যাপারে বিমল বিশ্বাস জানান, করোনা সংক্রমণের আশঙ্কায় কোনও ঝুঁকি নিতে চাইনা। তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না। শুনেছি শশুর বাড়িতে রয়েছে হোম কোয়েরেন্টাইনে। ১৪ দিনের হোম কোয়েরেন্টাইনের জীবনযাপন শেষ করুক। দিন গোনা শেষ হলে বুঝবো সুস্থ আছে হাসি মুখে বাড়ি নিয়ে আসব। এব্যাপারে অরুন মন্ডল জানান, গত বৃহস্পতিবার আমার মেয়ে সিমা মন্ডল ও জামাতা ঢাকা থেকে এসে মেয়ে আমার বাড়িতে ও জামাতা তার বাড়িতে যায়। তারা দুজনই সুস্থ তার পরেও মেয়ে বাড়িতে আসলে তাকে আমরা আলাদা ঘরে হোম কোয়েরেন্টাইনে রেখেছি। পরে জামাতাও আসলে তাকেও আলাদা ঘরে হোম কোয়েরেন্টাইনে রাখা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest