উজিরপুর হারতায় করোনাভাইরাসের মধ্যে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

উজিরপুর হারতায় করোনাভাইরাসের মধ্যে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলার হারতায় করোনাভাইরাসের লকডাইনের মাঝে মোঃ হারুন বেপারীর দখল কৃত জায়গায় কলাগাছ রোপন করার অভিযোগ পাওয়া গিয়েছে। আজ রোজ শুক্রবার (১০ এপ্রিল) মোঃ হারুন বেপারি অভিযোগ করেন যে তিনি ক্রয়কৃত জায়গা দীর্ঘ দিন যাবত ভোগ করে আসছেন। এনিয়ে বরিশাল সহকারী জজ কোট মামলা নং ৩৮/ ২০১১, ৮/২০১২সালে ১ নং মোঃ সিরাজুল ইসলাম, পিতা আব্দুল মান্নান ২নং মোঃ নুরুল ইসলাম, পিতা মৃত আঃ রহমান মিয়া ৩নং মোঃ জাহিদুল ইসলাম, পিতা আঃ রহমান মিয়া গং এদের নামে মামলা দায়েল করা হয়। পরে জমি সংক্রান্ত ব্যাপারে মিমাংশার জন্য শালিশ গনের মাধ্যমে একটি একশত টাকার স্টাম্পের ওপর অচল নামা উভয়েই সাক্ষর প্রধান করি। কিন্তু আজ পর্যন্ত আমি (মোঃ হারুন বেপারি) কোন সুরাহ পাইনি। গত কালকে মোঃ নুরুল ইসলাম বাহাদুর আমার দখল কৃত জায়গায় জোর করে কলাগাছ রোপন করেন। মোঃ হারুন বেপারি সকলের কাছে একটি ন্যায় বিচারের দাবি করেন। মোঃ নুরুল ইসলাম বাহাদুরের কাছে জানতে চাইলে তিনি সত্যতা শিকার করে বলেন যে আমি জমি ক্রয় করি ১৫৬৫ দাগ,এসএ খতিয়ান ৪৩২ এই জমির মালিক শসদার মন্ডল ও গোপাল মন্ডল এদের ওয়ারিশ দের কাছ থেকে ক্রয় করি আমি। মোঃ হারুন বেপারি জমি ক্রয় করে শখি মন্ডলের ওয়ারিশদের কাছ থেকে। এই জমির মালিক মোঃ হারুন বেপারি নয়। এই সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের বিরোধিতা চলিতেছে এবং বর্তমানে দুই পক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest