রাজশাহীতে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা আক্রান্ত, বাড়ি লকডাউন

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

রাজশাহীতে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা আক্রান্ত, বাড়ি লকডাউন
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় নারায়নগঞ্জ ফেরত জাহাঙ্গীর নামের একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বাগমারার যাত্রাগাছিতে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে রাজশাহীতে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, চলতি মাসের ৬ এপ্রিল জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে বাগমারায় আসেন। সম্প্রতি যারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়। এরপর আজ বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আইসোলেশন রয়েছে। অবস্থা ভালো আছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest