রাজশাহী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

রাজশাহী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: করোনা পরিস্থিতিতে রাজশাহী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক অনির্দিষ্টকালের জন্য এ লকডাউন ঘোষণা দেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ লকডাউন ঘোষণা অব্যাহত থাকবে। তবে জরুরী পরিষেবা এ লকডাউন আওতার বাইরে থাকবে এছাড়াও সংবাদকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সংগ্রহের কাজ করতে পারবে এতে কোনো বিধি-নিষেধ নেই। লকডাউন ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী জেলার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না ও জেলার বাইরে ও কেউ যেতে পারবে না। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকেও লকডাউন করার জন্য অনুরোধ ছিল। এ ঘোষণার মাধ্যমে কেউ জেলার মধ্যে প্রবেশ করতে পারবে না ও জেলার বাইরে কেউ যেতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে করো না পরিস্থিতি এর কারণে বিশেষ সভায় রাজশাহী জেলায় আরো কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী ও অঘোষিত লকডাউন হয়ে থাকে রাজশাহী। এর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest