লক-ডাউন তোলার গাইডলাইন প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

লক-ডাউন তোলার গাইডলাইন প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মোহাম্মদ জাবেদ, স্টাফ রিপোর্টার, ঢাকা: তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাই বলে তো মাসের পর মাস এভাবে ঘরবন্দি থাকা সম্ভব নয়। এমনিতেই টানা লকডাউনের ফলে বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই যে দেশগুলিতে এখন লকডাউন চলছে, তাদের এই বন্দিদশা কাটানোর উপায় বলে দিলেন হু(WHO) এবং একটি গাইডলাইন বেঁধে দেওয়া হল। নিম্নের এই বিষয়গুলি নিশ্চিত না হওয়া পর্যন্ত লকডাউন তোলা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন লকডাউন তুলতে হলে অন্তত ৬টি বিষয় মাথায় রাখতে হবে আক্রান্ত দেশগুলিকে। ১। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। ২। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, সংক্রমণ হলেও আক্রান্তদের শনাক্ত করে তাঁদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা যাবে। ৩। হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। ৪। স্কুল, অফিসের মতো প্রয়োজনীয় জায়গায় করোনা প্রতিরোধ করার মতো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। ৫। কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামলে দেওয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত। ৬। নতুন স্বাস্থ্য বিধি সম্পর্কে সকলে সচেতন এবং এর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। এই গাইডলাইন জারি করে হু’‌র তরফে বলা হয়েছে, ‘‌আমরা জানি এই ভাইরাস জনবহুল জায়গা থেকে ছড়ায়। আবার আমরা এটাও জানি যে, শুরু থেকে রোগীকে শনাক্ত করে, পরীক্ষা করে আইসোলেট করতে পারলে এমনিই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া, বর্তমান পরিস্থিতিতে বহু কর্মজীবী শ্রমিককে এমনিতেই জনবহুল এলাকায় থাকতে হচ্ছে। চিকিৎসার সুযোগ ও ন্যূনতম। লকডাউনের জেরে তাঁরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বাড়িতে থাকা মানে খাবার জোগাড়ের চিন্তা। এভাব লকডাউন চললে যারা দিন আনে দিন খায় তাঁদের চলবে কীভাবে? তাই বিশ্বের সকল দেশের সরকার কে লক-ডাউন তোলার পূর্বে এই গাইডলাইন মেনে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest