ফেইসবুক পোস্ট দেখে রুগীর বাড়ী ডাক্তার ফাইজুর

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

ফেইসবুক পোস্ট দেখে রুগীর বাড়ী ডাক্তার ফাইজুর
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি:- বরগুনার তালতলী ২০ সয্যা বিশিষ্ট হাসপাতালের ডাঃ ফাইজুর রহমান তালতলী ব্লাড ডোনার ক্লাবের একটি ফেইসবুক পোস্টে অসুস্থ রোগীর ছবি দেখে ছুটে গেলেন রুগীর বাড়ি। সাথে নিয়ে গেলেন তালতলী ব্লাড ডোনার ক্লাবের টিম মেম্বার দের। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকেলে তালতলী ব্লাড ডোনার ক্লাবের একটি মানবিক পোস্ট ফেইসবুকে দেখেন তালতলী উপজেলা ২০ সয্যা বিশিষ্ট হাসপাতালের ডাঃ ফাইজুর রহমান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের কালাম সিকদার ৬০ ডায়াবেটিসে অসুস্থ হয়ে হারে চামারা লেগে গেছে, উপার্জন সক্ষম বড় ছেলে ঘরজামাই আর ছোট ছেলের বয়স ১০ বছর। খেয়ে না খেয়ে দিন কাটছে তার। চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঝুকে পরছেন তিনি। এমনি খবর দেখে তালতলী ব্লাড ডোনার ক্লাবের সকলের সাথে যোগাযোগ করেন তিনি গাড়ী নিয়ে ছুটে যান অসুস্থ কালাম শিকদারের বাড়ী। এ বিষয় সেচ্ছাসেবী সংগঠন তালতলী ব্লাড ডোনার ক্লাবের স্বাস্থ্যসেবা বিষয়ক টিমের প্রধান আকন মামুন বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো রেজবি-উল কবির এর পক্ষ থেকে তালতলী ব্লাড ডোনার ক্লাবের একটি টিম সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রাম কালাম সিকদারের বাড়ি সাহায্য নিয়ে গেলে তার শরীর দেখে হতবাগ হই আমরা,তখনি তার খোঁজ খবর নিতে গিয়ে জানলাম বড় ছেলে থাকছেন ঘড় জামাই। আর ছোট ছেলের বয়স ১০ বছর। তাই তার চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসতে অনুরোধ করছি। রোগীর অবস্থা ফেইসবুকে দেখে ডাক্তার ফাইজুর রহমান আমাদের সাথে নিয়ে রোগীর বাড়ি যান,এবং তালতলী পপুলার ডায়াগনস্টিক ল্যাব এই রোগের সকল পরীক্ষা নিরীক্ষা ফ্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয় ডাঃ ফাইজুর রহমান বলেন, আমরা সকলেই মানুষ, আমার চোখের সামনে একজন মানুষ অসুস্থ হয়ে পরে থাকবে এটা ডাক্তার হিসেবে আমি মানতে পারি না। তাই রোগীকে দেখতে আমি তার বাড়ি ছুটে গিয়েছি। বর্তমানে রোগীর অবস্থা খুব খারাপ। যদি ৩০ দিনের মধ্যে চিকিৎসা সেবা না দেওয়া হয় তবে হুমকির মুখে পরতে পারে কালাম শিকদার। তবে ডাঃ ফাইজুর রহমান আরো বলেন তালতলী ব্লাড ডোনার ক্লাব যেভাবে মানুষের বিপদে পাশে দাড়ায় তা থেকে বাংলার অনেক তরুণ সমাজ তাদের এই কাজ কে অনুপ্রেরণা নিয়ে কাজ করবে বলে আমি মনো করি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest