বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ভিতর মাদকদ্রব্য বিক্রি: বাংলাভিশন এর ক্যামেরাম্যান কে মারধর ও ক্যামেরা ভাঙচুর

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ভিতর মাদকদ্রব্য বিক্রি: বাংলাভিশন এর ক্যামেরাম্যান কে মারধর ও ক্যামেরা ভাঙচুর

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ সারা বিশ্ব জুড়ে যেখানে মহামারীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সমস্ত পৃথিবী যেখানে করোনার ভয়ে থমকে গেছে, সেখানে বরিশালের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাই প্রকাশ্যে মদ বিক্রি করছে। সকাল থে‌কেই এর গে‌টে জটলা দে‌খে বাংলা ভিশ‌নের ক্যামেরাম্যান কামাল সেখানে হা‌জির হন। ভিড় ঠে‌লে ভিত‌রে ঢু‌কে দে‌খেন গ্যালন ভ‌র্তি ক‌রে লিকুইড মদ বি‌ক্রি হ‌চ্ছে। জানা গেল, ৯০ টাকার মদ বি‌ক্রি হ‌চ্ছে ৫০০ টাকা লিটা‌রে। ছ‌বি তুল‌তে গে‌লেই ধাওয়া ক‌রে নিরাপত্তা কর্মী আর অ‌ফিস স্টাফরা। মার‌ধার করা হয় ক্যা‌মেরা পার্সন কামাল‌কে। ভে‌ঙ্গে ফেলা হয় ক্যা‌মেরা। ছু‌টে আ‌সে সাংবা‌দিকরা। সংবাদ পে‌য়ে আ‌সেন ভ্রাম্যমান আদাল‌তের মে‌জি‌স্ট্রেট, র‌্যাবের কর্মকর্তারা। আটক করা হয় বিপুল প‌রিমান মদ। আটক মদ মা‌টি‌তে ঢে‌লে নস্ট করা হয়। এসময় অ‌ফি‌সের সব স্টাফ উপ‌স্থিত ছি‌লেন। জানা গে‌ছে, মাদক নিয়ন্ত্রন অ‌ধিদপ্ত‌রের অফি‌সের ম‌ধ্যেই কেরু কোম্পানীর গোডাউন। এখান থে‌কে ডিলার‌দের মদ সাপ্লাই দেয়া হয়। মাদক নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের অ‌তি‌রিক্ত প‌রিচালক হা‌ফিজুর রহমান‌কে প্রশ্ন করা হয় মাদক বি‌ক্রি সেবা মূলক প্র‌তিষ্ঠান কিনা। তি‌নি না সূচক বলায়, তাহ‌লে ২৪ এ‌প্রি‌ল পর্যন্ত সরকারী ছু‌টি‌তে আপনার অ‌ধিপ্ত‌রের ম‌ধ্যে কিভা‌বে মদ বি‌ক্রি হ‌চ্ছে? তাও ৫/৬ গুন অ‌তি‌রিক্ত দামে। তি‌নি এর কোন জবাব দেন‌নি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ১২৫০ পিস মদসহ গোডাউন সিলগালা করে দিয়েছে পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে লিখিত এবং মৌখিক অভিযোগ করলে, তারা পদক্ষেপ গ্রহণের আশ্বাস করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest