দুমকিতে বিনেমূল্যে বীজ ও সার বিতরণ ।

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

দুমকিতে বিনেমূল্যে বীজ ও সার বিতরণ ।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক ৬শতাধিক কৃষকের মাঝে বিনেমূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ারসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সার ও বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ হাওলাদার।

লেবুখালী ইউনিয়নে বীজ ও সার বিতরণ’র সময় উপজেলা কৃষি কর্মর্তা মেহের মালিকা, উপ-সহকারী কৃষি কর্মকর্মকর্তা দুলাল চন্দ্র সরকার, লেবুখালী ইউপি চেয়ারম্যান মো: শাহআলম আকন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা জানান, আউশ উফসি নতুন আধুনিক জাতের ধান আবাদের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬শ’ কৃষকের মাঝে বিনেমূল্যে এসব বীজ ও সার প্রদান করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest