মুকসুদপুরে এমপি ফারুকের উদ্যোগে ২য় পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

মুকসুদপুরে এমপি ফারুকের উদ্যোগে ২য় পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ

কাজী ওহিদ, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি: আজ সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান মহোদয়ের ব্যক্তিগত তহবিলের খাদ্য সহায়তা হিসেবে বহুগ্রাম ইউনিয়নের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে চাল বাড়ী বাড়ী পৌছিয়ে দেয়া হয়েছে। বিতরণ করেছেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র এ্যাড. মোঃ আতিকুর রহমান মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল আলম সিকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান টুটুল, এম, মহিউদ্দিন মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আজ ২১ এপ্রিল বহুগ্রাম ইউনিয়ন সহ ৯ টি ইউনিয়নে ২ হাজার পরিবারের মধ্যে চাউল বিতরন করা হয়েছে এবং আগামীকাল ২২ এপ্রিল মুকসুদপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ১ হাজার ৬০০ এবং কাশিয়ানী উপজেলা ৭টি ইউনিয়নে ১ হাজার ৫০০ পরিবারের এবং মুকসুদপুর কাশিয়ানী ২টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার ৫০০ পরিবারের মধ্যে চাউল বিতরন করা হবে। করোনা ভাইরাস কারনে মুকসুদপুর কাশিয়ানী উপজেলা লকডাইন শুরুতে জনাব মুহাম্মদ ফারুক খান এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রথম পর্যায়ে সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকায় করোনা ভাইরাস ছড়াতে না পারে সেজন্য ১টি পৌর সভা ও ২৩টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে শুরু থেকেই একজন ডাক্তার ও একজন ট্যাগ অফিসার সার্বিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest