সারাবিশ্ব লকডাউনে কর্মহীন, পেটে ক্ষুধা তবুও আজ শ্রমিক দিবসঃ

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

সারাবিশ্ব লকডাউনে কর্মহীন, পেটে ক্ষুধা তবুও আজ শ্রমিক দিবসঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার | ঢাকা |
ভালোবাসার আরেক নাম কাজ। যে কাজের ন্যায্য দাবী বা অধিকার আদায়ে সারাবিশ্বের মানুষেরা যখন মানবতার গান গেয়ে এক জায়গায় বা এক নীতিতে অটল, তখনি ছোবল বসালো অদৃশ্য করোনা। যার অদৃশ্য ছোয়ায় সারাবিশ্ব নতজানু। তবুও আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মানুষগুলো আজ গৃহে বন্ধি। খাবারের নিশ্চয়তা পেতে কাজকে যারা ভালোবাসে, আজ তাদের খাবারের জন্য অন্যের সাহায্যের আশায় থাকতে হয়। করোনার অদৃশ্য ভয়াল থাবায় মে দিবস আজ পরিনত হয়েছে করোনা দিবসে। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ শ্রমিক মালিক ঐক্যগড়ি .উন্নয়নের শপথ করি। ”ঘটনাসমৃদ্ধ মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest