শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে নলছিটিতে কৃষক ক্লাবের আত্মপ্রকাশ।

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে নলছিটিতে  কৃষক ক্লাবের  আত্মপ্রকাশ।

নলছিটি প্রতিনিধি :নলছিটি উপজেলাধীন ৫ নং সুবিদপুর ইউনিয়ন এর শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে নলছিটি কৃষক ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে | তারই ধারাবাহিকতায় ২২-০৫-২০২০ সকাল ১০ ঘটিকার সময় নলছিটি কৃষক ক্লাবের সুবিদপুর ইউনিয়নে অস্থায়ী কার্যালয়, তালতলা বাজারে নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এর আর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৬০ জন কৃষকদের প্রশিক্ষণ , ইফতার সামগ্রী, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রকৌশলী মোঃ কামরুল শিকদার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃনদ । সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেল মোঃ সাইদুল ইসলাম সিপার। মো : আল আমিন হাওলাদার, মো :ইমরান হোসেন হিরো, মো :আতিকুর রহমান আতিক, মো: হেলাল খান ,মো: তরিকুল ইসলাম মিঠু, ভূপাল চন্দ্র , মোঃ মাসুদ হাওলাদার, মো: সুমন খান ,গৌতম মন্ডল দেবব্রত ,সজল খান, মশিউর রহমান, মোহাম্মদ মিনার খান ও এলাকার তরুণ সমাজ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest