দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নিহত ১

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নিহত ১
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাপায় শাহিনুর ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কে উপজেলার বেলতলী বাজারের পুর্ব পাশে রসলপুর আমতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাহিনুর ইসলাম পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের ভটগাছ গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি দিনাজপুর গ্রামীণফোন কাস্টমার কেয়ারে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর ইসলাম ডিউ‌টি করতে বাইসাইকেল যোগে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন অবস্থায় অপর পাশ থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই নিহত হন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ট্রাকটি আটক করা যায়নি। নিহতের পরিবার কোন রকম অভিযোগ না করায় লাশ কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest