রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সোহাগ ক্লিনিকের ঈদ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে সোহাগ ক্লিনিক। করোনা ভাইরাসের কারনে মানুষের আয় কমে অর্থনৈতিক সংকটে এবং পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে ঔষধ ও অপারেষনে আকর্ষনীয় মুল্য ছাড় সোহাগ ক্লিনিক ও রস ইসলামিয়া ফার্মেসি রাজাপুরে। গতকাল রবিবার ২৪ এপ্রিল সোহাগ ক্লিনিকের নতুন ভবনে বিকাল ৪ টায় এক সংবাদ সন্মেলনে সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির চেয়ারম্যান জানান, “করোনা ভাইরাসের কারনে সাধারণ মানুষের আয় নাই, কিছু মানুষ জমানো টাকা খরচ করছে, কিছু মানুষ ধার দেনা করে চলছে, কিছু মানুষ অন্যের সাহায্যে জীবন চালাচ্ছে, তাই এই সংকটময় সময় ঔষধ ও অপারেশন সেবায় মানুষের পাশে থাকতে ঔষধ ও সার্জারী অপারেশনে আকর্ষনিয় মুল্য ছাড় দিয়েছি, এবং চিকিৎসা সেবায় সোহাগক্লিনিক ২৪ ঘন্টা খোলা রেখে এম,বি,বি,এস ও ডি,এম,এফ চিকিৎসক দ্বারা চিকিৎসা দিচ্ছি মানব সেবায়। আমি আশা করি দেশের মানুষের সঙ্কট মুহুর্তে এই ভাবে সকল ব্যাবসায়িরা মানুষের পাশে থাকবেন। মুল্য ছাড়ের সুবিধার কারনে ৩৫০/= টাকার সেফট্রোন ২ গ্রাম ইনজেকসন ৩২০ টাকা, ৩০০/= টাকার ইরাসেফ ২ গ্রাম ২০০/= টাকা ৫ টাকার লোসেকটিল ৪ টাকা ৫০ পয়সা, ৭ টাকার কমপ্রিট ৬ টাকা ৫০ পয়সা, ১০/= টাকার সারজেল ৪০ এমজি ৯ টাকা,৭ টাকার সারজেল ২০ এমজি ৬ টাকা ৫০ পয়সা, ২০০ টাকার সিনকারা ১৫০ টাকা,৩০০ টাকার এরিস্কন ২৫০ টাকা, ৩৫ টাকার জিমেস্ক ৩২ টাকা,৩০ টাকার সেফটিল প্লাস ২৫০ এমজি ২৮ টাকা,২৫০/= টাকার ইপ্রাসল ২৩০/= টাকা, ৪ টাকার ওমিটিন ৩ টাকা ১১০/= টাকার মেগেন্টা প্লাস ১০০ টাকা, ৩৫০ টাকার প্রোটোমিন ৩০০/= টাকা, ১৫০ টাকার মনট্রিল ১৪০ টাকা, আরো অনেক ঔষধে এবং অপারেষন সেবায় আজ থেকে ১০% কমিশনে অপারেশন করা হবে। উল্লেখ্য সোহাগ ক্লিনিক, সোহাগ ক্লিনিক ফার্মেসি ও ইসলামিয়া ফার্মেসিতে করোনা ভাইরাসে ক্ষতিতে ও পবিত্র ঈদ – উল- ফিতর উপলক্ষে এই মুল্য ছাড় দেয়া হয়েছে।” মানব সেবায় সোহাগ ক্লিনিক ২৪ ঘন্টা ডাক্তারি এবং ঔষধ সেবা। রাজাপুরের সোহাগ ক্লিনিক ইতিপূর্বেও জনসভায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানা যায়।