শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিভিন্ন সেবা দান প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করছে। আজ ২৮ মে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তালায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিনিয়র গভর্নর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন’র সৌজন্যে বরিশাল জেলা প্রশাসন কর্যালয় জীবাণু নাশক টানেল প্রদান করেন। এসময় ফিতা কেটে জীবাণু নাশক টানেল ব্যবহারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিনিয়র গভর্নর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী ও বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী আল-মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু সহ সরকারি উর্ধতন কর্মকর্তা বৃন্দরা।