নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় ফলের রাজা আম, আমের রাজা পোরশা” শ্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গাছ থেকে গোপালভোগ জাতের আম নামানোর মাধ্যমে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পোরশা বড় মাদ্রাসার সংলগ্ন আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা।

তারা বলেন, এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ। তারা এখানকার আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আর এ মৌসুমে আম ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালাতে পারবেন বলে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবাইদুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক রেজোয়ান শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাবু, সম্পাদক এম রইচ উদ্দিন, আম ব্যবসায়ী নুরনুজ্জামান শাহ্ সহ অন্যান্য আম ব্যবসায়ীবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest