হাবিপ্রবি’র একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ১৫ ই জুন পর্যন্ত

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

হাবিপ্রবি’র একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ১৫ ই জুন পর্যন্ত
হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) ঃ আজ ৩০ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়,করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তবে এসময় এসময় অতীব জরুরি সেবা ও অপরিহার্য কার্যক্রমসমূহ সীমিত পরিসরে চালু থাকবে বলে জানানো হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে কর্মস্থল(দিনাজপুর) ত্যাগ না করতে বলা হয় ও মুঠোফোন খোলা রাখতে বলা হয়। অনুষদীয় ডীন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন শাখার প্রধানগন প্রয়োজনে অফিস করতে পারবেন। উল্লেখ্য যে, এসময় জরুরি সেবা বিশ্ববিদ্যলয়ের মেডিকেল সেন্টার খোলা থাকবে ও ডাক্তাররা টেলিমিডিসিন সেবা চালু রাখবে। নিরাপত্তা, প্রকৌশল, খামার ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা, কর্মচারীর কার্যক্রম যথারীতি চলবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest