শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল । শানিবার বিকালে রূপগঞ্জ উপজেলার লাভরাপাড়া দারুস সুন্নাহ্ মুজাহিদীয়া ক্বাওমিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনিরের দিকনির্দেশনায় এবং নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সজিব ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়ার সার্বিক তত্বাবধানে রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে থাকবে বলে ঘোষণা দেয় রূপগঞ্জ উপজেলা ছাতত্রদল। এই সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ সুজন আহমেদ, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ কামরুল হাসান , মোঃ সুজন আহাম্মেদ মোঃ অন্তর ভূইয়া মোঃ আশরাফুল, মোঃ রাসেল আহাম্মেদ, মোঃ আব্দুল্লাহ আল বাকি আবির, মোঃ রাকিব আহাম্মেদ, কাজী তাহাসিন আহাম্মেদ তাঁজ, মোঃ ফয়সাল মিয়া, মোঃ আশরাফুল আলম শরিফ , মোঃ হৃদয় মিয়া, মো ইমরান মো ছাইদুর , মোঃ ফয়সাল মিয়া, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ হিমেল মাহমুদ, মোঃ সালাউদ্দিন সানি, মোঃ জসিম উদ্দিন মাকসুদ, মোঃ সোহেল মিয়া, মো জলিল মিয়া, মো ঃ রুহুল আমিন, মোঃ নাজমুল হাসান, মোঃ কাইউম মিয়া, তারাব পৌরসভা ছাত্রদল নেতা মোঃ আরমান মোল্লা, মোঃ সানি চৌধুরীর, মোঃ কাজী রাজন, মো মাসুদ খাঁন, মো আবজর, মো ঃ রায়হান।