রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শফিউর রহমানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, গত শনিবার করোনা আক্রান্ত রোগী নিয়ামতপুর থেকে এসে রামেক হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।