লিটন বায়েজিদ,বরিশাল প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ এড়াতে এবং স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে গণপরিবহনে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়। গনবিরোধী এই সিধান্ত ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেছেন বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। । মানববন্ধনে গনতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সনমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য সচীব ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাসদের মার্সবাদী জেলা সমন্বয়ক সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা গণবিরোধী এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করার আহ্বান জানায়।