তালতলীতে করোনা শনাক্ত, তিন বাড়ি লকডাউন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ২, ২০২০

তালতলীতে করোনা শনাক্ত, তিন বাড়ি লকডাউন

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে করোনা শনাক্ত হওয়া ঔষধের দোকান দার ও,,
তিনটি বাড়ি লকডাউন ও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙলবার (২ জুন ) বেলা ১১ টায়

টিএন্ডটি রোডের বটতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, নৌ বাহিনী পুলিশ ও ডাক্তারদের সাথে নিয়ে ওই বাড়িসহ তার সংস্পর্শে আসা আশপাশের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করে লাল নিশান টানিয়ে দিয়েছেন ।

জানা গেছে,ওই উপজেলা সড়কের ঐ দোকানদার
ইথিক্যাল নামক ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্ট হিসেবে কর্মরত আছেন। গত (২৯ মে) সামান্য করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়। এবং তাকে হোম করেন্টিন থাকার নির্দেশ দেন। ১জুন সোমবার রাত ১০টার সময় করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

এ দিকে একাধিক ঔষধের দোকান দার বলেন, ঐ ব্যক্তির রিপোর্ট আসার আগেই তিনি ১০-১৫ হাত দুরত্ব বজায় রেখে বিভিন্ন দোকানে,তার কোম্পানির ঔষধের অর্ডার নিয়েছেন।

এ বিষয় উপজেলার (ফারিয়ার) সভাপতি আবুল বাশার হেলালী জানান, ঔষধ কোম্পানিতে চাকরি করা সকলেই সামাজিক দুরত্ব বজায় রেখে অর্ডার নেন। এবং আমাদের উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে গীয়ে ঝুকি নিয়ে আর্ডার কাটাতে হয়।
আর করোনা ভাইরাসের কোন উপসর্গ ঐ ব্যক্তির ছিলোনা। তারপরোও তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, আমরা সকলেই হাসপাতালে নমুনা দিয়ে আসবো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,ওই ঔষধের দোকানদার করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এবং তার সংস্পর্শে আসা সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest